ওয়াংখেড়েতে ধোনি ধামাকার পর তার অতি বড় সমালোচকও তার কথা পাল্টে ফেলেছেন। প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির ২৪ বলে ৪০ রানের ইনিংসের পরই পুণে ফ্র্যাঞ্চাইজির মালিকের ভাই হর্ষ গোয়েঙ্কারের মুখে শোনা গেছে ধোনির প্রশংসা। তবে ফাইনালের আগে ফের ধোনি-স্মিথের মস্তিস্কের তুলনা করে নতুন বির্তকের জন্ম দিলেন পুণে ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
‘ধোনির মস্তিষ্ক যতই ক্ষুরধার হোক না কেন, স্টিভ স্মিথ তার চেয়ে একধাপ এগিয়ে৷’ ফাইনালের আগের দিন এই মন্তব্য করে ফের ধোনি-স্মিথের ঠাণ্ডা লড়াই শুরু করে দিলেন সুপারজায়েন্টের মালিক। যদিও ধোনিকে বিশ্বের সেরা উইকেটকিপারের সার্টিফিকেট দিয়েছেন তিনি।
আইপিএলের দশম আসরের শুরুতে ধারাবাহিকতা দেখাতে না পারলেও সুপারজায়ান্টরা লিগের শেষ ১০ ম্যাচের আটটি জিতে প্লে-অফে পৌঁছায়। প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইকে হারিয়ে প্রথমবার ফাইনালের টিকিট হাতে পেয়েছ সুপারজায়েন্ট।
এ প্রসঙ্গে পুণের টিম মালিকের বক্তব্য, "জয়ের জন্য ঝাপানোর একটা দারুণ মনোভাব দলের মধ্যে নিয়ে আসতে পেরেছে স্মিথ। বিপক্ষ ব্যাটসম্যানদের যেভাবে ছক কষে আউট করেছে সেটা না-দেখলে বিশ্বাসই করা যায় না৷ স্ট্র্যাটেজিক টাইম আউটে ক্রিজে থাকা ব্যাটসম্যানদের উদ্দেশে ক্যাপ্টেনের একটাই মন্তব্য, হয় আউট হও নইলে পরের দু’ওভারে তিরিশ রান করে দলকে জিতিয়ে এসো।"
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫