ভারতে আসন্ন বহুজাতি টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সফরের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রাথমিক দলে রয়েছে ১২ জন ব্যাটসম্যান, তিনজন উইকেটকিপার, চার স্পিনার এবং ছয় পেসার।
বিসিবির ঘোষিত প্রাথমিক দলে রয়েছে অভিজ্ঞ সাইফ হাসান, পিনাক ঘোষ এবং মোহাম্মদ হালিম। ঘরের মাঠে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তিন ক্রিকেটার।
ভারতে অনূর্ধ্ব-১৯ বহুজাতি টুর্নামেন্টের পূর্বে নিজেদের জ্বালিয়ে নিতে দীর্ঘ এক মাসের ক্যাম্প করবে প্রাথমিক দলে থাকা ২৪ ক্রিকেটারই। ২৪ ক্রিকেটারদের ক্যাম্প করানো হবে বিসিবির ক্রিকেট অ্যাকাডেমিতে। ক্যাম্প চলবে ২১ মে থেকে ২৩ জুন পর্যন্ত। আজ রবিবার থেকে দীর্ঘ এক মাসের ক্যাম্প আরম্ভ হবে ক্রিকেটারদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
ব্যাটসম্যান: সাইফ হাসান, সজিব হাসান, পিনাক ঘোষ, নাঈম শেখ, মোহাম্মদ জালাল উদ্দীন, আফিফ হোসেন ধ্রুব্, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান, শামিম হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান মারুফ।
উইকেটকিপার: মাহিদুল ইসলাম, শাকিল হোসেন, ভূঁইয়া অঙ্কন।
স্পিনার: মনির হোসেন, সাইদুল ইসলাম, নাইম হাসান।
পেসার: মোহাম্মদ রাকিব, শাকাওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, আব্দুল হালিম, হাসান মাহমুদ, রবিউল হক।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৭/আরাফাত