আইপিএলের দশম আসরে ফাইনালে মুখোমুখি পুণে–মুম্বাই। একটা জমজমাট ফাইনাল ম্যাচের অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। এবারের আসরে তিনবার মুম্বাইকে হারিয়েছে পুণে। রবিবার ফাইনালে কি হবে সেটাই এখন দেখার বিষয়।
আইপিএলের গতবারের আসনে খুব বেশি সুবিধা করতে পারেনি পুণে। লিগ তালিকায় একেবারে নিচের তকে অবস্থান ছিল তাদের। এবারের আসরেও প্রথম দিকে পরপর চারটে ম্যাচ হেরে স্মিথরা ছিলেন বেশ কোণঠাসা। এরপরেই সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে তারা। টানা আটটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে চপ্লে আসে তারা। তারপর তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এবার যদি পুণে চ্যাম্পিয়ন নাও হতে পারে তারপরেও পুণের এই সাফল্য মনে রাখবে সকলেই। সবচেয়ে বড় কথা আগামী বছর থেকে আইপিএলে এই ফ্রাঞ্চাইজিটাই আর থাকবে না। পুণের এই সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক স্টিভ স্মিথ জানালেন, ‘দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। তারা নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া ছিল। ওয়াশিংটন সুন্দরের কথাই ধরুন। কোয়ালিফায়ারে কী দারুণ বলটাই না করল।’
এরপরই স্মিথ আরও বলেন, ‘ফ্লেমিং দলটাকে সুন্দর সাজিয়েছে। ওর সাথে কাজ করে মজা পেয়েছি। ধোনির পরামর্শ কাজে লাগিয়েছি। গোটা টুর্নামেন্টে ধারাবাহিক থাকতে পেরেছি। যা আমাদের ফাইনালে নিয়ে এসেছে।’
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮