মহেন্দ্র সিং ধোনির ব্যাটে এখনও ঝড় ওঠে। ধোনি এখনও ম্যাচ ফিনিশারের জায়গাতেই আছেন। তবে ধোনি এখন নাচেও। তাইতো প্রভু দেবার কাছে লুঙ্গি ড্যান্স শিখছেন ধোনি।
রবিবার আইপিএলের দশম আসরের ফাইনালে পুণে সুপারজায়েন্টের জার্সিতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব হারালেও উইকেটের পিছনে গ্লাভস হাতে এবং ব্যাট হাতে পুণেকে একের পর এক ম্যাচ জিতিয়েছেন মাহি।
আইপিএল ফাইনালের পরই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বুধবার ইংল্যান্ড রওনা দেবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দলে এখনও অমূল্য সম্পদ ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির নেতৃত্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে সীমিত ওভারে ক্রিকেটের নেতৃত্ব ছাড়েন ধোনি। টেস্টের মতো ওয়ানডে এবং টি-২০ ফর্ম্যাটে তার উত্তরসূরি হিসেবে বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটনটা ওঠে। জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর আইপিএল পুণে দলের নেতৃত্ব হারান ধোনি।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০