কলকাতার মিস্ট্রি স্পিনার তিনি। যে দুইবার কলকাতা আইপিএল জিতেছে, সেখানে সুনীল নারিনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বল হাতে দলকে সাফল্য এনে দিয়েছেন। এবার হয়তো বল হাতে সাফল্য পাননি। কিন্তু ব্যাট হাতে অনেককেই চমকে দিয়েছেন বিধ্বংসী কয়েকটা ইনিংস খেলে।
ক্যারিবিয়ান স্পিনারের একটি রহস্য ফাঁস করেছেন কেকেআরে নারিনের সতীর্থ রোভম্যান পাওয়েল। তিনি জানিয়েছেন, গোলাপী রং সুনীল নারিনের ভীষণ পছন্দ। এখানেই শেষ নয়। নারিনের বাড়ির রঙও নাকি গোলাপি। ইনস্টাগ্রামে এসবই জানিয়েছেন পাওয়েল।
২০১২ থেকে আইপিএলে খেলছেন সুনীল নারিন। দুই বার কলকাতার হয়ে জিতেছেন আইপিএল। ২০১৭ এর আবার ব্যাট হাতে কামাল করলেন। ১৫ বলে অর্ধশতরান করে আইপিএলে রেকর্ড গড়েছেন। এসবই আমাদের জানা। অজানা ছিল নারিনের গোলাপি রঙ প্রীতি। তাও আর রহস্য রইল না।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/আরাফাত