ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে বিকেলে মাঠে নামবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচ দিয়েই নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন দল। নিউজিল্যান্ড জিতে গেলে এক ম্যাচ হাতে রেখে কিউইরা চ্যাম্পিয়ন হবে।
অন্যদিকে নিউজিল্যান্ড হারলে এবং বাংলাদেশ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে শিরোপা জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের। এক কথায় বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজই। আজ নিউজিল্যান্ড জিতে গেলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতা বাদে কিছুই নয়। এ কারণে আজকের ম্যাচটি তিন দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
রবিবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় ডাবলিনের মালাহিডে ম্যাচটি শুরু হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের জয় তুলে নেওয়া অসম্ভব কিছু নয়। নিজেদের মাটিতে প্রথম ম্যাচেও তারা কিউই শিবিরে কাঁপন ধরিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাদেরকে।
এদিকে, ২ ম্যাচে ২ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। ২ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। টম লাথামের দল আজ অপ্রত্যাশিতভাবে হেরে গেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে শেষ ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। তবে আজকের ম্যাচটি ড্র বা পরিত্যক্ত হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৭/আরাফাত