বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৩০ রান করেছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে রানের এ পাহাড় টপকাতে হবে টাইগারদের।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৮ রানে ওপেনার কলিন মুনরোকে ফিরিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। প্রথম দুই ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানো মার্টিন গাপটিলকেও (২৯) বেশিদূর যেতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এরপর হেনরি নিকোলস এবং রস টেইলরের জুটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয় স্বাগতিকদের। দু’জনই অর্ধশতক হাঁকান। ৬৪ রানে নিকোলস ফিরে যাওয়ার পর টম লাথাম এসে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দলকে। তিনিও অর্ধশতক তুলে নেন। এরপরেও কিউইদের তিনশ’ রানের মধ্যেই আটকে রাখার সুযোগ ছিল। তবে শেষ দিকে সে কাজটি করতে ব্যর্থ হন মোস্তাফিজরা। ১৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন কলিন ডি গ্রান্ডহোম।
বল হাতে দু’টি উইকেট তুলে নিলেও অনেক রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে দুই উইকেট নিতে তিনি খরচ করেছেন ৯৩ রান। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন মাশরাফি, সাইফুদ্দিন, রুবেল এবং মেহেদী মিরাজ।
বিডি প্রতিদিন/ফারজানা