আগামী ৩০ মে থেকে মাঠে গড়াচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। ওভালে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আইসিসি। বিশ্বকাপের আম্পায়াদের প্যানেল, ম্যাচ রেফারিদের তালিকা, ধারাভাষ্যকার প্যানেল ও প্রাইজমানির পর এইবার আইসিসি প্রকাশ করলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং।
শুক্রবার আইসিসি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করে।
আসন্ন বিশ্বকাপের থিম সং এর টাইটেল হচ্ছে ‘স্ট্যান্ড বাই’। স্ট্যান্ড বাই টাইটেলের এই গানটি গেয়েছেন ইংল্যান্ডের বিখ্যাত ব্যান্ড রুডিমেন্টাল ও গায়িকা লরিন।
এর আগে ক্রিকেট ২০১১ বিশ্বকাপের থিম সং প্রকাশ হয়েছিল ৩ স্বাগতিক দেশের ভিন্ন ৩ ভাষায়। বাংলা ভাষায় প্রকাশিত গান মার ঘুরিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সেবার। ২০১৫ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপের থিম সং ইটস টাইম ফর আস বিপুল জনপ্রিয়তা পায়।
৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই, লর্ডসে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন