ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ফের মাঠে গড়াল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচে ওভার কমে দাঁড়িয়েছে ২৪ ওভারে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দেদারসে রান তুলছে তারা। দুই ওপেনার শাই হোপ আর অ্যামব্রিজ দুজনই ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১ ওভার শেষে বিনা উইকেটে ১৩৬ রান। ক্রিজে ৭১ রান নিয়ে ব্যাট করছেন হোপ এবং ৬১ রানে আছেন অ্যামব্রিজ।
শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনের ম্যালাহাইডে সিরিজের প্রথমবারের মতো টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।
সিরিজে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন