ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ১৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা জিততে এখন টাইগারদের প্রয়োজন ২১০ রান।
বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধরে খেলা বন্ধ ছিল। যে কারণে কমে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দৈর্ঘ্য। ম্যাচ হয় ২৪ ওভারে। খেলা শুরুর পর বৃষ্টি হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি গড়ায় ডার্ক লুইস পদ্ধতিতে ২৪ ওভারে ২১০ করতে টাইগারদের।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ক্যারিবীয়রা খেলেছিল ২০ ওভার ১ বল। ওভার কমে আসায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ৩.৫ ওভার বা ২৩ বল খেলে শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৫২ রান করে ক্যারিবীয়রা।
গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা। যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৯/আরাফাত