ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উড়ন্ত সূচনা করে ফিরলেন সৌম্য সরকার। শুরু থেকেই মারমুখি ভূমিকায় থাকা সৌম্য সরকার তুলে নিয়েছেন অর্ধশতক।
৪১ বলে ৩ ছয়ে আর ৯ চারে এই রান করেন সরকার। অন্যদিকে বড় ইনিংস খেলার আভাস দিয়ে ফিরলেন মুশফিক। ২২ বলে ৩৬ রান করে ফিরেছেন রহীম।
সাজঘরে ফেরার আগে তামিম করেছেন ১৩ বলে ১৮ রান। আর সাব্বির রহমান কোন রান না করেই সাঝঘরে ফিরেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ১৯ বলে ৩৪ রানে মুশফিক এবং ৪ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন সাব্বির রহমান।
এর আগে বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধরে খেলা বন্ধ ছিল। যে কারণে কমে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দৈর্ঘ্য। ম্যাচ হয় ২৪ ওভারে। খেলা শুরুর পর বৃষ্টি হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি গড়ায় ডার্ক লুইস পদ্ধতিতে ২৪ ওভারে ২১০ করতে টাইগারদের।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৯/আরাফাত