ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২১০ রানের।
জবাবে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল। মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ। তিনি ২০ বলে ২ চার ও ৫ ছয়ে হাফসেঞ্চুরি করেন এবং ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এরই ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।
অন্যদিকে মাহমুদউল্লাহ ২০ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও তামিম ১৮, সৌম্য ৬৬, মুশফিক ৩৬ ও মিথুন ১৭ রান করে। এই জয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। এর আগে ছয়বার ফাইনাল খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে জয়ের দেখা পেল টাইগাররা।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৯/আরাফাত