ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ ক্রিকেটের থিম সং প্রকাশ করেছে আইসিসি। গানটির শিরোনাম স্ট্যান্ড বাই। আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে থাকবে এই গান।
কানাডিয়ান শিল্পী লরিন ও ও যুক্তরাষ্ট্রের রুডিমেন্টাল মিলে তৈরি করেছেন চমৎকার গানটি। এর ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে আয়োজক ইংল্যান্ডের নানা ঐতিহ্য। সুরের মাধ্যমে সব ধরণের মানুষকে একত্র করাই গানটির মূল বার্তা বলে জানিয়েছেন শিল্পীরা।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৯/আরাফাত