ঘরের মাঠে কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য দল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে জায়গা পেয়েছেন হাই প্রোফাইলের আট ফুটবলার। এর আগে আট বার এ টুর্নামেন্টের শিরোপা জিতেছে সেলেসাওরা।
উদ্বোধনী ম্যাচে আগামী ১৪ জুন বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। এর চারদিন পর ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে ২২ জুন ব্রাজিলের আরেক প্রতিপক্ষের নাম পেরু।
গোলরক্ষক: এলিসন (লিভারপুল), এডারসন (ম্যানসিটি), ক্যাসিও (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার: মার্কুইনোস (পিএসজি), সিলভা (পিএসজি), এডার মিলিতো (পোর্তো), মিরান্দা (ইন্টার মিলান), আলভেস (পিএসজি), ফ্যাগনার (করিন্থিয়ান্স), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস)।
মিডফিল্ডার: কুতিনহো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থার মেলো (বার্সেলোনা), এলান (নাপোলি), পাকুয়েতা (এসি মিলান), ফের্নান্দিনহো (ম্যানসিটি)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), ফিরমিনো (লিভারপুল), এভারটন (গ্রেমিও), জেসুস (ম্যান সিটি), রিচার্লিসন (এভারটন), ডেভিড নেরেস (আয়াক্স)।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ