কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ার পর গুরুতর অভিযোগ করেছেন মেসি। আয়োজকরা নাকি ব্রাজিলকে জেতানোর জন্য সব রকমের চেষ্টা করেছে। এই অভিযোগ করে তিনি তৃতীয় স্থানের পদক গ্রহণ করেননি। অবশ্য তার আগেই লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন জাদুকর।
চিলির গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষের পর মেসিকে লাল কার্ড দেন রেফারি। যদিও ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের কথায় বেশ চটেছেন ব্রাজিল কোচ তিতে। জানিয়ে দিলেন, মেসি যেন সম্মানের সহিত কথা বলেন।
সোমবার পেরুকে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ঘরের মাঠ মারাকানায় ৩-১ গোলের দাপুটে জয় পায় সেলেকাওরা। তবে তিতে মনে করেন, তার দল রেফারিদের কিছু সিদ্ধান্তে কঠিন সময় পার করেছে ও মেসির কথা এই ম্যাচ অফিসিয়ালদের ওপর প্রভাব পড়েছে।
তিতে বলেন, ‘তাকে (মেসি) সম্মান দেখাতে হবে, তাকে অবশ্যই হারকে মেনে নিতে হবে। আমরাও অনেক ম্যাচে ভুগেছি, এমনকি বিশ্বকাপেও, সুতরাং সাবধান হও। সে আমাদের চাপে রেখেছে, কেননা সে গ্রেট একজন খেলোয়াড়। প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে। তবে তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ