ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট নিয়েও সেমিতে উঠতে পারেনি দলটি। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাঁচ নম্বর হয়ে দেশে ফিরতে হয়েছে টিম পাকিস্তানকে।
অধিনায়ক হিসেবে এর দায়ভার বর্তেছে দলের সরফরাজ আহমেদের ওপরেই। তাই নিজের ভাগ্য তিনি সঁপে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাতে। সরফরাজের মতে, ভবিষ্যতে তাকে নেতৃত্বে রাখা হবে কিনা-সেই সিদ্ধান্ত নিক বোর্ডই।
নিজ ভূমিতে পা রেখেই দলের ভরাডুবি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় সরফরাজকে। তিনি বলেন, আমি জোর করে অধিনায়কত্বের পদ ধরে রাখিনি, আঁকড়েও নেই। আমি চাই সব সিদ্ধান্তই পিসিবি নেবে। তারাই আমাকে অধিনায়ক বানিয়েছে। বাদও দিতে পারবে। আমি নিশ্চিত, পাকিস্তানের ক্রিকেটের সেরা সিদ্ধান্তটাই নেবে ওরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ