রাজশাহীতে জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
সোমবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার, নারী নেত্রী শাহিন আকতার রেণী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমাসহ প্রতিটি খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন