বিশ্বকাপের পর থেকেই ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার সাথে অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বের বিষয়টি নতুন করে সামনে এসেছে। আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টি-টুয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাচ্ছে ভারতীয় দল। প্রথমে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল কোহলি সংবাদ সম্মেলনে আসবেন না।
রোহিতের সাথে দ্বন্দ্বের বিষয় নিয়ে তৈরি বিতর্ক থেকে দূরে থাকতেই কোহলির এমন সিদ্ধান্ত- এমনটা দাবি করেন অনেকে। এ নিয়ে নানা গুঞ্জনও ডালপালা মেলে। ফের সিদ্ধান্ত পরিবর্তন। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে কোহলি সংবাদ সম্মেলনে হাজির হবেন। আজ সোমবার মুম্বাইয়ের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফ্লোরিডায় খেলার দুই টি-টুয়েন্টি খেলার পর বাকি একটি টি-টুয়েন্টি এবং ওয়ানডে ও টেস্ট সিরিজের খেলা হবে ওয়েস্ট ইন্ডিজেই।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা