অধিনায়কত্বের অভিষেক সিরিজটাকে রাঙাতে পারলেন না তামিম ইকবাল। বাজে ব্যাটিং আর নির্বিষ বোলিংয়ের পসরা সাজিয়ে ফের লঙ্কানদের কাছে হেরে সিরিজই হাতছাড়া হয়ে গেছে টাইগারদের।
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই অত্যন্ত বাজে প্রদর্শনী মিলিয়ে পাওয়া এমন লজ্জাজনক হারের জন্য দলের সবার প্রচেষ্টার অভাবকে দুষছেন তামিম। ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ টস জিতেছিলাম। আমরা জানতাম উইকেটে স্পিন ধরবে। আমাদের ভালো শুরু দরকার ছিল। কিন্তু ৫০ রানে ৪ উইকেট হারানো কোনো কাজে লাগা সম্ভব নয়।’
তবে শুধু বাজে ব্যাটিং নয়। বোলিং নিয়েই বেশি চিন্তিত টাইগার দলপতি, ‘আমরা যেভাবে বোলিং করেছি তাতে ৩০০ রানও যথেষ্ট হতো না।’
আগামী বুধবার বেলা ৩টায় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ