অ্যাশেজ শুরু হওয়ার আগে পরামর্শদাতার ভূমিকায় স্টিভ ওয়াহ। রবিবার এজবাস্টনে অজি শিবিরে কিছু টিপস দিতেও দেখা যায় তাকে।
এ দিন অস্ট্রেলিয়ার অনুশীলন শেষে প্রাক্তন অধিনায়ক স্টিভ বলেন, ‘‘এবারের অ্যাশেজ যে কোন দলের হতে পারে। তবে পেসারদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছয় সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে। কীভাবে নিজেদের ওরা ফিট রাখে সেটাই দেখার।’’
স্টিভ জানিয়েছেন, যে দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হবে, তাদের কাছে জেতার সুযোগ বেশি। বলছিলেন, ‘‘বড় প্রতিযোগিতায় চোট পাওয়ার সম্ভাবনা বেশি। তাই রিজার্ভ বেঞ্চের ভূমিকা অনেক বড়। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তা হলে কোন দলের পক্ষেই আমি ভোট দেব না। যে কেউ জিততে পারে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ