আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই ক্রিকেটাররা টেস্টে জার্সিতে নিজের নির্দিষ্ট জার্সি সংখ্যা পরে খেলতে নামবেন। এই নতুন নিয়ম ঘিরেই ভারতীয় শিবিরে শুরু হয়েছে গুঞ্জন। ভারতীয় ক্রিকেটাররা সীমিত ওভারের ক্রিকেটে যে নম্বরের জার্সি পরে খেলেন, সেই একই জার্সি নম্বর পরে টেস্টে নামতে দেখা কোহালিদের।
আসন্ন ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে আগস্টের ২২ তারিখে টেস্ট খেলতে নামবে ভারত। সেই টেস্টে ধোনির সাত নম্বর জার্সি অন্য কোন ক্রিকেটার পরবেন কি না, তা নিয়েই চলছে জোর জল্পনা। টেস্ট থেকে ধোনি অবসর নিয়েছেন ২০১৪ সালের শেষে। টেস্টে অবসর নেওয়ার ফলে তার সাত নম্বর জার্সি ব্যবহারের সুযোগ থাকলেও, তা কোন ক্রিকেটার পরে খেলতে নামবেন না বলেই জানা গেছে বোর্ডের পক্ষ থেকে।
বোর্ডের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “ক্রিকেটপ্রেমীরা সাত নম্বর জার্সি মানে শুধু ধোনিকেই চেনেন, তাই এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না।’’
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের পরেই টেস্টের জার্সি তুলে দেওয়া হবে ক্রিকেটারদের হাতে। ওয়ানডে এবং টি টোয়েন্টি, এই দু’ ফরম্যাটেই ভারতীয় ক্রিকেটাররা নির্দিষ্ট নম্বরের জার্সি পরেই খেলতে নামেন। যেমন রোহিত শর্মা পরেন ৪৫ নম্বর জার্সি। অধিনায়ক কোহলিকে দেখা যায় ১৮ নম্বর জার্সিতে। তাই ধোনির প্রতি সম্মান জানিয়েই এই সাত নম্বর জার্সি পরে কোন ক্রিকেটারই খেলতে নামবেন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ