শিরোনাম
২৪ আগস্ট, ২০১৯ ০৯:২৮

সেই ওভার থ্রো ডেড বল ঘোষণা করা উচিত ছিল:‌ ওয়ার্ন

অনলাইন ডেস্ক

সেই ওভার থ্রো ডেড বল ঘোষণা করা উচিত ছিল:‌ ওয়ার্ন

ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালে ওভার থ্রো অবশ্যই ডেড বল ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন শেন ওয়ার্ন।

বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বেন স্টোকসকে আউট করার জন্য স্টাম্প লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন নিউজিল্যান্ডের ফিল্ডার। দ্বিতীয় রান শেষ করার জন্য ডাইভ দেন স্টোকস। তার ব্যাটে লেগে বল বাউন্ডারিতে চলে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রান দেন। দেওয়া উচিত ছিল পাঁচ। কারণ, থ্রো'র সময় ব্যাটসম্যান ক্রস করেননি। যা নিয়ে প্রচুর সমালোচনা হয়। ধর্মসেনা নিজেও ভুল স্বীকার করেন।

ওয়ার্ন এই জায়গাটা নিয়েই মন্তব্য করেছেন, ‘‌আমি এমসিসি'র কমিটিতে আছি। যে কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। আমার মতে ওটা ডেড বল ঘোষণা করে দেওয়া উচিত ছিল ক্রিকেটের স্বার্থেই। যখন ব্যাটসম্যানের শরীরে বল লেগে বাউন্ডারি হয়, তখন সেটা ডেড বল হওয়া উচিত। আর সেটা হলেই ক্রিকেটের স্পিরিট বজায় থাকে।’‌ 

সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে বারবার। ওয়ার্নের কথায়, ‘‌এমসিসি'র বৈঠকে এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমরা চাই সবসময় সেরা ও দক্ষ আম্পায়ার মাঠে থাকুক। তার মানে কি ভারতের ম্যাচে ভারতীয় আম্পায়ার, বক্সিং ডে টেস্টে অস্ট্রেলীয় আম্পায়ার কিংবা ইংল্যান্ডের ম্যাচে স্থানীয় আম্পায়ার থাকবে?‌ এখনও এই বিষয়ে আলোচনা দরকার। দেখা যাক।’‌ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর