জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংস্থাটির শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত হয়ে অভিনন্দন জানান ক্রিকেট বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বক্তব্যের শেষ প্রান্তে দর্শক যখন করতালি মুখর, তখন ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী খেলার কথা শুনতে চান সাকিবের কাছে। জবাবে তারুণ্যের এই প্রতীক বললেন, আগামী টি- টোয়েন্টি বিশ্বকাপে দেশের মুখ উজ্জ্বল করবো।
বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধা ৭টায় জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ কার্যালায়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ বা ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে এ সব কথা বলেন সাকিব আল হাসান।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার তুলে দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। এতে আরও বক্তব্য দেন- পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে ইউনিসেফের শুভেচ্ছা দূত বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের এই অগ্রগগতিতে চলুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলি। কারণ আমরা এখানে সবাই বাঙালি আছি। আমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে যাই, তাহলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবো।
সাকিবের এই বক্তব্যের শেষ প্রান্তে দর্শক যখন করতালি মুখর, তখন প্রধানমন্ত্রী খেলার কথা শুনতে চান ক্রিকেট অলরাউন্ডারের কাছে। জবাবে বিশ্ব সেরা এই অলরাউন্ডার বলেন ফাইনাল খেলা হলে বোঝা যেত। তবে আমরা বিশ্বাসী যে- বাংলাদেশ একটা ভালো দল। একটা ভালো দলের মাঝে মাঝে ট্রানজেকশন সময়ের মধ্যদিয়ে যেতে হয়। আমরা ওই পজিশনে আছি। তবে খুব বেশি দিন লাগবে না যে- আমরা আগের মতোই ভালো করা শুরু করবো। সামনে আমাদের দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা আশা করছি- সেখানে দেশের মুখ উজ্জল করবো।
বিডি প্রতিদিন/ফারজানা