টুইটারে ক্রিকেট ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন রিকি পন্টিং। তাঁর কাছে আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের ফল নিয়ে প্রশ্ন করেন এক ক্রিকেট ভক্ত। জানতে চান, এই সিরিজ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী?
জবাবে পন্টিং বলেন, ‘‘ভাল একটা বিশ্বকাপ এবং দারুণ একটা মৌসুম শেষ করে আসছে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতও নিশ্চয়ই গত বারের সিরিজ হারের কথা ভুলে যায়নি। ওরাও এই সিরিজটা জিততে ঝাঁপাবে। আমার ভবিষ্যদ্বাণী হল, অ্যারন ফিঞ্চরা জিতবে ২-১ ব্যবধানে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ