এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অসিদের মুখোমুখি টাইগাররা। আজ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে, টস পর্বে কয়েন ফ্লিকে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার বিষয়ে আশাবাদী টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০তে যে বাংলাদেশ ভালো দল, এই সিরিজে সেটাই প্রমাণ করতে চান তিনি।
অন্যদিকে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, তাদের ভাবনায় থাকবেন সাকিব আল হাসান। দুই দলের দেখায় ব্যাট ও বল হাতে সেরা পারফর্মার তিনিই।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
বিডি-প্রতিদিন/শফিক