বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তথা ব্রাজিলয়ান তারকা নেইমারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন ভারতের কেরালার যুবক শেহজাদ মোহাম্মদ রাফি।
অনলাইনে প্রতিভা খুঁজে নেওয়ার এক প্রতিযোগিতায় অংশ নেয় শেহজাদ। সেই প্রতিযোগিতায় জিতেই এ সুযোগ পাচ্ছে শেহজাদ মোহাম্মদ।
নেইমার জুনিয়র্স ফাইভ নামে খ্যাত এই টুর্নামেন্টের জন্য সারা বিশ্বের কয়েক শত প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সেখান থেকে সাতজন তরুণ ফুটবলারকে বেছে নেওয়া হয়। তাদের মধ্যে একজন ১৭ বছরের শেহজাদ। এই টুর্নামেন্টটিকে বিশ্বের অন্যতম সেরা অ্যামাচার টুর্নামেন্ট হিসেবে গন্য করা হয়।
চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে কাতারে একটি পাঁচ জনের দলের ম্যাচে নেমারের সঙ্গে খেলবেন শেহজাদ।
এই প্রতিযোগিতায় গত বছরও অংশ নিয়েছিল শেহজাদ। সে বার জিততে পারেনি সে। এবার জিতল এবং সুযোগ পেল নেমারের সঙ্গে খেলার। কাতারের ওয়াদিহুদা স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র শেহজাদ। কুয়েতে থাকে তার পরিবার। সেখান থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন