ওপেনিং সঙ্কট এখনও প্রকট, শেষ পরীক্ষাতেও সুফল মেলেনি। তবে টাইগারদের তিন নম্বর পজিশনটা আপাতত দারুণভাবেই সামলে নিচ্ছেন লিটন কুমার দাস, সেই সাথে ত্রিদেশীয় সিরিজে নাম্বার ফোরে সাকিবও খেলছেন দুর্দান্ত। ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি!
ওপেনার খোঁজার মহাযজ্ঞ চললেও লিটনকে তিনে খেলানোই মনে হয় ভালো। কারণ ওপেনিংয়ে টি-টোয়েন্টিতে লিটন যতোটা না সুবিধা করতে পারছেন, তিন নম্বরে তার চেয়ে বেশি।
ত্রিদেশীয় সিরিজের নিজেদের শেষ ম্যাচে তিনে নামা লিটন ৪২ বলে করেছেন ৬৯ রান। স্ট্রাইকরেট ১৬৪-এর বেশি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ উদ্বোধনী ম্যাচে তিনে নামা লিটন করেছিলেন ২৬ বলে ৩৫ রান। স্ট্রাইকরেট ছিল ১৩৪-এর বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও লিটন অবশ্য একটু ম্রিয়মানই ছিলেন, ১৬ বলে করেছিলেন ১৫। তবে তিন ম্যাচ তিনে খেলে লিটন দুটোতেই ভালো করেছেন।
আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নামা লিটন ১৬ বলে ২৩ রান করলেও উইকেটে থিতু হতে পারেননি। সেকারণে সার্বিক বিবেচনায় লিটনকে তিনে রাখাই ভালো।
আবার সাকিবও ৭ নম্বরে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নেমে সুবিধা করতে পারেননি। তবে পজিশন বদলে চারে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে সাকিব করেছেন ৭০ রান। স্ট্রাইকরেট ১৫৯+! আবার পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একই পজিশনে নেমে ৪২ বলে ৬৮ করেছেন সাকিব। স্ট্রাইকরেট ১৬২ প্রায়।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কন্ডিশন যেহেতু নিউজিল্যান্ডের কাছাকাছি। তাই লিটন ৩ আর সাকিব ৪, এই কম্বিনেশনটা ঠিক রাখাই মনে হয় হবে বুদ্ধিমানের কাজ।
বিডি প্রতিদিন/নাজমুল