সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

আরও আকর্ষণীয় হচ্ছে ইনস্টাগ্রাম রিলস

আসছে একাধিক নতুন ফিচার

টেক ডেস্ক

আরও আকর্ষণীয় হচ্ছে ইনস্টাগ্রাম রিলস

ফেসবুকের থেকেও নতুন প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় প্ল্যাটফরম ইনস্টাগ্রাম। অনেকেই মনে করেন, এখানে ছবি ও ভিডিও পোস্ট করা তুলনামূলক বেশি নিরাপদ

জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রাম রিলসের। ভিডিও তৈরি এবং পোস্ট করে বন্ধুমহলের নজরকাড়ার  সুবিধা থাকায় এর জনপ্রিয়তা এত দ্রুত বাড়ছে। এই প্ল্যাটফরম ব্যবহারের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে নতুন একাধিক ফিচার যোগ হচ্ছে। এমনটাই জানিয়েছে ইনস্টাগ্রাম। রিলস পোস্টের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ইউজাররা। সাধারণত ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রিলস হিসেবে আপলোড করা যায় এই প্ল্যাটফর্মে। কিন্তু এবার ফেসবুকের অন্তর্ভূক্ত এই অ্যাপটির পক্ষ জানানো হল, ১৫ মিনিটের কম যে সমস্ত ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, তা এবার সরাসরি শেয়ার করা যাবে রিলসেও। খুব তাড়াতাড়ি ফিচারটি চালু হবে বলেই খবর। তবে ইতোমধ্যেই যে ভিডিওগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেছেন, সেগুলো আগের মতোই ভার্চুয়াল ওয়ালে দেখা যাবে। সংস্থার পক্ষে থেকে বলা হয়েছে, “আমরা চাই খুব সহজেই ইউজাররা যেন নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা, প্রতিভা এই প্ল্যাটফরমে তুলে ধরতে পারে। সে কারণে এডিট ও শেয়ারের ক্ষেত্রে আমরা নতুন ফিচার যোগ করছি। আপনার ফোন থেকেই ব্যবহার করা যাবে ফিচারগুলো।” ফেসবুকের থেকেও নতুন প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় প্ল্যাটফরম ইনস্টাগ্রাম। অনেকেই মনে করেন, এখানে ছবি ও ভিডিও পোস্ট করা তুলনামূলক বেশি নিরাপদ। শোনা যাচ্ছে, গ্রিন স্ক্রিন, হোরাইজন্টাল অথবা ভার্টিক্যালি ভাগ করা স্ক্রিন অথবা পিকচার-টু-পিকচার রিএকশন দেওয়ার মতো ফিচারও যুক্ত হতে চলেছে রিলসে। কোম্পানির আশা, রিলসে এসব ফিচার যোগ হলে তা আগামী দিনে ইউজারদের বেশি করে আকৃষ্ট করবে এবং তাতেই বাড়বে ইউজারের সংখ্যা।

সর্বশেষ খবর