বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

লোকেশন ট্র্যাক করছে গুগল

টেকনোলজি ডেস্ক

ব্যবহারকারীদের লোকেশন অবৈধভাবে ট্র্যাক করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্য থেকে এ অভিযোগ উঠেছে। ইতোমধ্যে মিশিগানের অ্যাটর্নি জেনারেলের অফিস এ অভিযোগ নিষ্পত্তি করতে ৩৯১ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। গুগলের বিরুদ্ধে এ জরিমানার বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য অরিগন ও নেব্রাস্কা কর্তৃপক্ষের নেতৃত্বে হওয়া এক তদন্তে এ ভয়াবহ তথ্য সামনে এসেছে। এতে দেখা গেছে, কয়েকটি নির্দিষ্ট ফার্মের ব্যবহারকারীদের লোকেশন অবৈধভাবে ট্র্যাক করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়, জরিমানা প্রদান ছাড়াও গুগলকে ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছ হতে হবে। অ্যাটর্নি জেনারেল টম মিলার বলেন, যখন একজন ব্যবহারকারী ডিভাইসে বর্তমান লোকেশন শেয়ার করতে চাইবেন না, তখন তিনি গুগলকে বিশ্বাস করেই করছেন। তখন গুগল চাইলেও কোনো ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করতে পারবে না।

সর্বশেষ খবর