পর্বতারোহীদের আদর্শ নিশাত মজুমদার। তিনিই প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টজয়ী নিশাত মজুমদার ২০০৩ সালে এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া (৩,১৭২ ফুট) কেওক্রাডং জয় করেন। তিনি ২০০৯ সালের এপ্রিলে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (২৭ হাজার ৮৬৫ ফুট) ভারত-বাংলাদেশ যৌথ অভিযানে অংশ নেন। এ ছাড়া হিমালয়ের চেকিগো নামের একটি শৃঙ্গেও সফল অভিযান করেন। নিশাত মজুমদার সেরা বাংলাদেশি অনুপ্রেরণীয় ব্যক্তিত্বের একজন।