আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে ডিপিএসসহ বিভিন্ন সঞ্চয় স্কিম, ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে গ্রাহকের কাছ থেকে জরিমানা আদায় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদি কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিলম্বে পরিশোধের কারণে জরিমানা আরোপ বা আদায় করে তা ফেরত বা সমন্বয় করারও নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি।
এ ছাড়া অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা প্রদান করতে পারেননি। এমন প্রেক্ষাপটে ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের ওপর কোনো প্রকারের সুদ/মুনাফা এবং দন্ড সুদ/অতিরিক্ত সুদ/অতিরিক্ত মুনাফা/বিলম্ব ফি/জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায়/আরোপ করা যাবে না। ডিপিএসসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি গ্রাহক ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এর ওপর কোনো ধরনের বিলম্ব ফি বা জরিমানা আদায়/আরোপ করা যাবে না। এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে কোনো সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ/বাতিল করা যাবে না এবং পূর্বঘোষিত হারের তুলনায় কম সুদ/মুনাফা প্রদান করা যাবে না। ইতোমধ্যে বর্ণিত ঋণ/ক্রেডিট কার্ডের ওপর সুদ/মুনাফা ও দন্ড সুদ/বিলম্ব ফি এবং ডিপিএসসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের ওপর কোনো প্রকারের বিলম্ব ফি/জরিমানা আদায়/আরোপ করা হয়ে থাকলে তা ফেরত প্রদান/সমন্বয় করতে হবে।