‘রাঙামাটি শান্তি-সম্প্রতির শহর। এখানে সাম্প্রদায়িক সম্প্রতি যেমন আছেন, তেমনি রাজনৈতিতেও আছে সৌহার্দ্যপূর্ণ মনোভাব। এ শহরের কেউ অশান্তি কিংবা সহিংসতা সৃষ্টি করতে চাইলে তা বরদাস্ত করা হবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে।’ রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় গতকাল এ কথা বলেন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান। তিনি আরও বলেন, রাঙামাটিতে শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো গুজবে কান দেওয়া যাবে না।