১১ বছর আগে যশোরে মেরিন ইঞ্জিনিয়ার আবদুল হাই সিদ্দিকী বুলবুল খুন হন। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। বুলবুলের ভগ্নিপতি মামুনুর রশিদ গতকাল যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বুলবুল হত্যায় এর আগে থানায় মামলা হয়েছে কি না সে ব্যাপারে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য যশোর কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন বিচারক। বাদীর আইনজীবী গাজী এনামুল হক জানান, মামলায় আটজনকে আসামি করা হয়েছে।