ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর তীরবর্তী বেড়িবাঁধ ও কাঠপট্টি ট্রলারঘাটে খালে নোঙর করা ও পরিত্যক্ত অবস্থায় জব্দ দেখানো নয়টি ড্রেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। ঝালকাঠি পৌর ভূমি অফিসের ইউনিয়ন সহকারী কর্মকর্তা শাহিন আলম বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে শুক্রবার রাতে থানায় পৃথক চারটি মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে বরিশাল নৌপুলিশকে। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রশাসনের অভিযানে বিভিন্ন স্থান থেকে আটক নয়টি ড্রেজার জব্দ করে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করবে নৌপুলিশ। জব্দ ড্রেজার পুলিশ পাহাড়ায় রয়েছে।