সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ধানের চারা বিতরণ করেছে আনসার বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ফেনীর ফুলগাজীতে ২০০ জন ও পরশুরামে ১০০ জন প্রান্তিক কৃষকের হাতে ধানের চারা তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন ফেনীর সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল রাকিব, কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, ৫ আনসার ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক জানে আলম সুফিয়ান। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ফেনী ও কুমিল্লায় আমনের চারা বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ওইসব কৃষকের মধ্যে রাসায়নিক সার ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।