মোরেলগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। চেয়ারম্যানরা নিয়মিত পরিষদে উপস্থিত না হওয়ায় জনসেবাসহ স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এমন অভিযোগে ইউএনও তাদের অপসারণের সুপারিশ করেছেন। ইউএনও এস এম তারেক সুলতান রবিবার বিকালে তার দপ্তরের অফিসিয়াল পত্রে জেলা প্রশাসক বরাবর সুপারিশপত্র পাঠান। জানাজানি হলে গতকাল নয়জন চেয়ারম্যান ওই সুপারিশ পুনর্বিবেচনার জন্য জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে লিখিতভাবে জানিয়েছেন। মোরেলগঞ্জে মোট ইউনিয়ন ১৬টি। এর মধ্যে আগে দুজনকে অপসারণ করা হয়েছে।