সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে মনোয়ারা খাতুন মনো (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হাত ও মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। এনায়েতপুর থানার উত্তর নওহাটা থেকে গতকাল তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মনোয়ারা ওই এলাকার শান্তা শেখের স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাতিজি জামাই জাকারিয়া হোসেনকে আটক করা হয়েছে। জাকারিয়া একই গ্রামের খোরশেদ সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার মনোয়ারা চরের বাড়িতে অবস্থান করছিলেন। সন্ধ্যার আগে জাকারিয়া বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে দুই হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। লাশ বস্তায় ভরে ঘরে রেখে পালিয়ে যাওয়ার সময় রক্তমাখা জামা দেখে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেন। তিন বছর আগে মনোয়ারার দেবর বয়ান আলীর মেয়ে তাছলিমার সঙ্গে জাকারিয়ার বিয়ের কথাবার্তা হচ্ছিল। ওসি রওশন ইয়াজদানি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।