কালিয়াকৈর থেকে নিখোঁজ হয় ফাতেমা খাতুন শায়লা (২৩) নামের এক গৃহবধূ। নিখোঁজের পাঁচ দিন পর কালিয়াকৈর থানায় জিডি করা হয়। এর তিন দিন পর কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের মিরেরটেক এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ। এ সময় লাশের পাশ থেকে ছবি দেখে পরিবারের লোক শনাক্ত করেন এটা নিখোঁজ সেই গৃহবধূ শায়লা। এরপর চাঞ্চল্যকর হত্যা মামলার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করে কালীগঞ্জ থানা পুলিশ। অবশেষে ঘটনায় জড়িত আসামি আবদুল মজিদ মিয়াকে (৪২) বুধবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মজিদ জানান, শায়লাকে চাকরির প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে ধর্ষণের ঘটনা জানাজানির ভয়ে তাকে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা শেষে লাশ গুম করে। গতকাল কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি মোহাম্মদ আলাউদ্দিন।