বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ কর্মিসভা হয়েছে। উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সভা আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।