পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার চার আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- হাফিজুর রহমান হাসিব (৪০), নাজমুল শিকদার ওরফে কালিয়া (৩৫), ফাহাদ (২৮) ও তৌহিদুল ইসলাম (৩০)। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় ধারালো অস্ত্র চারটি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, ১৩৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯০০ টাকা, আটটি চোরাই মোবাইল ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়। এ সময় চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা- মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।