দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। এতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮১জন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বৈষম্য মোকাবিলা করার জন্য আইন প্রণয়ন, সামাজিক সমতা উন্নীত করা এবং যুব সম্পৃক্ততার মাধ্যমে প্রযুক্তিগত একীকরণকে এগিয়ে নেওয়া’।
বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম-১ এ গতকাল সম্মেলন উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রফেসর হাসান ফুয়াদ এল তাজ। ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে সম্মেলন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।