কালবেলা, কালপুরুষ ও উত্তরাধিকার উপন্যাস খ্যাত আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষস্থানীয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার এখন ঢাকায়। গতকাল সকালে এসেছেন তিনি। বিকালে তিনি বইমেলায় ছিলেন। লেখার ভক্ত-অনুরাগীদের মাঝে তিনি অনেকক্ষণ মেলায় অবস্থান করেন। অটোগ্রাফসহ তার বই কেনার জন্য ভক্তদের দীর্ঘ লাইন ছিল মেলায়। এর আগে গত বছরের আগস্টে তিনি এসেছিলেন। সমরেশ মজুমদার ঢাকায় এক সপ্তাহ থাকবেন। এ সময় তিনি সার্ক লিটারেরি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। অন্যদিকে তার বুনোহাঁস উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্রের শুটিং চলছে বাংলাদেশে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে অনিরুদ্ধ রায়ের পরিচালনায় এতে অভিনয় করছেন টালিউডের হার্টথ্রব নায়ক দেব। আরও রয়েছেন তনুশ্রী, শ্রাবন্তী, মুনমুন সেন, রাইমা সেন প্রমুখ। এ ছাড়া বাংলাদেশেরও কয়েকজন শিল্পী রয়েছেন। 'বুনোহাঁস' সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে সমরেশ মজুমদার বলেন, এ উপন্যাসটির কাহিনী আমার গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্ন। ২০১২ সালে এটি লিখেছিলাম। আলো থেকে অন্ধকারে হারিয়ে যাওয়া অর্থাৎ একটি সহজ সরল যুবক কীভাবে অন্ধকার জগতে নাম লেখাতে পারে তা-ই তুলে ধরা হয়েছে এখানে। দেখানো হয়েছে বিবেকের দ্বন্দ্ব। উপন্যাসটিতে দুই বাংলার প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে দর্শকরা উপভোগ করবেন। বাংলাদেশের আতিথেয়তা তাকে মুগ্ধ করে। এখানে এলে কলকাতার সঙ্গে কোনোরকম পার্থক্য খুঁজে পান না বলে জানান তিনি। মনে করেন নিজ শহরেই আছেন।