আফ্রিকা, সুইডেনের পর এবার পাকিস্তানেও মিলেছে মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির। পাকিস্তানের তিনজনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। যা নিয়ে আতঙ্কের তৈরি হয়েছে।
স্পর্শ, শারীরিক ঘনিষ্ঠতা থেকেই তাদের শরীরে এ ভাইসার সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুঙ্খয়া প্রদেশের স্বাস্থ্য দপ্তর। এ তিন রোগীই সংযুক্ত আরব আমিরাত থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতোমধ্যেই মাঙ্কি পক্সকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বলে অবিহিত করেছে। গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বব্যাপী এই পরিস্থিতি তৈরি হলো। ডেমক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে নতুন করে এ মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে সেটি অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। ফলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বিশ্বব্যাপী।
এদিকে বৃহস্পতিবার সুইডেনে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তির হদিশ মেলে। মাঙ্কিপক্স সাধারণত প্রাণঘাতী না হলেও সাম্প্রতিক ভ্যারিয়ান্টগুলো মৃত্যু ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে জ্বর, ত্বকের সমস্যা তৈরি হতে পারে।