ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, নিউজ-২৪, কালের কণ্ঠসহ সাতটি গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। গতকালও বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা : গতকাল সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ভোলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সময় টিভি-সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার নাছির লিটন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইকরামুল আলম, চ্যানেল-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বাংলানিউজের ভোলা প্রতিনিধি ছোটন সাহা, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা (উত্তর)-এর সভাপতি আবু জাফর, সহসভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর যারা আঘাত করেছে, হামলা-ভাঙচুর করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রতিদিন, নিউজ-২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুুল বারী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার সাংবাদিক আবুল কাশেম, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোশারাফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক বণিক বার্তার গোলাম সরোয়ার, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, এখন টেলিভিশনের আহসানুর রহমান রাজিব, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, এনটিভির এস এম জিন্নাহ, দৈনিক যুগের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবদুল আলিম, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, দৈনিক ভোরের আকাশের সাংবাদিক স ম তাজমিনুর রহমান টুটুল, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দৈনিক সমাজ সংবাদের আল ইমরান, সাংবাদিক গোলাম মোস্তফা মামুন প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে পত্রিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বারবার গণমাধ্যমকে টার্গেট করা হচ্ছে। তবে যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
নড়াইল : হামলার প্রতিবাদে নড়াইলে সাংবাদিক-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পুরাতন টার্মিনাল এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মোস্তফা কামাল, উজ্জ্বল খান, এম এম ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষে জেলা সমন্বয়ক আবদুুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ।