দুর্গোৎসবের বাকি মাত্র এক মাস। এ দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক বছর ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ। কিন্তু এ বছর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় হতাশ পশ্চিমবঙ্গবাসী।
পশ্চিমবঙ্গের মাছের বাজারগুলোয় মূলত তিন ধরনের ইলিশের চাহিদা। প্রথমত মিয়ানমারের ইলিশ, দ্বিতীয়ত দীঘা ও কোলাঘাটের ইলিশ এবং তৃতীয়ত বাংলাদেশি ইলিশ, যার চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্তের কারণে হতাশ কলকাতার মাছ ব্যবসায়ীরাও। যাঁরা বাংলাদেশের ইলিশের জন্য বসে ছিলেন, তাঁদের এখন অপেক্ষা করতে হচ্ছে মিয়ানমার ও ওড়িশার ইলিশের ওপর। গত বছরের তুলনায় মিয়ানমার ও ওড়িশার ইলিশের দাম এখনই ৩০% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি ইলিশ যদি না আসে সে দাম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।