চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদারকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের পরীক্ষা দেওয়ার অনুমতি না দেওয়ায় বুধবার বেলা ১১টার দিকে প্রায় দেড় ঘণ্টা নিজ কক্ষে অবরুদ্ধ রাখেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
তবে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আসলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। এ ঘটনায় আজ পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের ২০১নং কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু ক্লাস উপস্থিতির হার কম থাকায় বিভাগের পরীক্ষা কমিটির সদস্যরা ৭ শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়নি। পরবর্তীতে তারা বিভাগের সভাপতি বরাবর আবেদন করে। কিন্তু তাতেও সাড়া না মেলায় পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে।
সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার বলেন, বিভাগের নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হয়নি। যাদের সুযোগ দেওয়া হয়নি তাদের উপস্থিতির হার শতকরা ৩০ ভাগেরও কম ছিল। তাই একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমেই তা বাতিল করা হয়। আমার একার পক্ষে কিছু করার সুযোগ নেই। তবে নানাবিধ সমস্যার কারণে আজকের নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে এটি জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/আরাফাত