নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় কৃষি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কৃষি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।
পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ ও শহিদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, কৃষি বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভ‚ঞা, সহযোগী অধ্যাপক ড. গাজী মো. মহসিন, ড. এস এম নজরুল ইসলাম, সহকারি অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, ড. মোহাম্মদ নুরুজ্জামান, প্রভাষক নুসরাত জাহান মিথিলা, কাজী ইশরাত আনজুম, আমেনা খাতুন, রায়হান আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার