১০ ডিসেম্বর, ২০১৯ ২০:৪৮

বেরোবিতে ৭ দফা দাবিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের স্মারকলিপি

রংপুর প্রতিনিধি:

বেরোবিতে ৭ দফা দাবিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের স্মারকলিপি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ঢাকাস্থ লিয়াজো অফিস বন্ধ, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাসহ ৭ দফা দাবিতে  বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ স্মারকলিপি দিয়েছে। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের কাছে মঙ্গলবার দুপুরে তারা এ স্মারকলিপি দেন।

দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিস বন্ধ করা। বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, অর্থকমিটির সভা, নিয়োগ বোর্ড, পদোন্নতি বোর্ডসহ সকল সভা-সেমিনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং ইউজিসি কর্তৃক অনুমোদিত ফাউন্ডেশন ট্রেনিং বন্ধ করা। ক্যাম্পাসে রাষ্ট্রয়ত্ব ব্যাংক এর শাখা স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আর্থিক লেনদেন পরিচালিত করা। ৩১তম সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক রসায়ন বিভাগের প্রভাষক জাকির হোসেনের সকল সমস্যা সমাধান করা। লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডলসহ যারা উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করেছেন তাদের ছুটি সহ প্রয়োজনীয় সহযোগীতা করা এবং শিক্ষাছুটি বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন, আইন অমান্য করে উপাচার্য নিজে যে সব পদের দায়িত্ব আকড়ে ধরে আছেন সেসব পদে বিধি মোতাবেক নিয়োগ দেয়া।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর