কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্সের কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, আইকিউএসির কর্মকর্তা অশোক বর্মন অসীম প্রমুখ।
মানববন্ধন শেষে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর