শিরোনাম
২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৪

লাইব্রেরি ব্যবহারের সময় বাড়াল ঢাবি

অনলাইন ডেস্ক

লাইব্রেরি ব্যবহারের সময় বাড়াল ঢাবি

ফাইল ছবি

দীর্ঘ দেড় বছর পর গত ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে। শুরুর দিকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহারের সুযোগ থাকলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরি ব্যবহারের সময় বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করতে পারবে। আগামীকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্র, শনিবার বন্ধ থাকবে। এ নির্দেশনা ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর